আমি মনে করি ২৫থেকে ২৮ বছর বয়সের মধ্যে বিয়ে করা উচিত।সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বিয়ের ক্ষেত্রে আমি সমবয়সী বিয়েকেই সমর্থন করি। বয়সের ব্যবধান বেশি কম বা বয়সের ব্যবধান বেশি বেশি— এমন বিয়ে না করাই উত্তম।তবে হালকা ব্যবধান হলে তাতে কোনো আপত্তি নেই। নিজেদের মধ্যে মানসিক দূরত্ব কম তৈরি হবে। একে অপরকে খুব সহজেই বুঝতে পারবেন। একে অপরকে যেকোনো ধরনের কাজে সহযোগিতা করতে পারবেন। দাম্পত্য জীবন টেকসই ও সুখের হওয়ার সম্ভাবনা বেশি। সামাজিক ট্যাবু ভাঙতে পেরেছেন বলে এক ধরনের মানসিক প্রশান্তিবোধ কাজ করবে। অযথা অন্যের উপর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ করার মানসিকতা তৈরি হবে না। দু’জনেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে একে অপরকে সহযোগিতা করতে পারবেন। কলহ-বিবাদ বাধলেও মিটিয়ে ফেলতে বেশি সময় লাগবে না। সর্বোপরি আপনাদের মানসিক প্রশান্তি,মনোবল ও দক্ষতা বৃদ্ধি পাবে। সূত্র – ক্রোরা৷ |
|