৪৪তম প্রিলি পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ

adminsr
1 Min Read
০১)অতিরিক্ত চাপ নিবেন না।
০২) আবেগী হয়ে অতিরিক্ত বৃত্ত ভরাট করবেন না।
০৩)সময়ের সঠিক ব্যবহার করুন,কোন প্রশ্ন নিয়ে অতিরিক্ত গবেষণা করবেন না।
০৪)উওর প্রদানে কৌশলী হউন।প্রথমে যে প্রশ্নগুলোর উওর সঠিকভাবে জানেন সেই বৃত্তগুলোর উপর পর্যায়ক্রমে  ফোটা দিন তারপর একসাথে সবগুলো বৃত্ত পূরণ করুন।
০৫) ২য় স্টেপে আপনি যে বিষয়ে ভালো সেই অংশ উওর করুন।
০৬) ৩য় স্টেপে অন্যান্য প্রশ্নগুলো উওর করুন।
০৭) সম্পূর্ণ অজানা প্রশ্নগুলোর উওর করা থেকে বিরত থাকুন।
০৮)গণিত প্রশ্নের উওর শেষদিকে করুন।গণিতের একটা এমসিকিউ সমাধানে যে সময় লাগে সে সময়ে অন্য বিষয়ের ৫ টি এমসিকিউ সমাধান করা যায়।তবে গণিতের দখল অসাধারণ হলে আগেও করতে পারেন।
০৯)আগের রাতেই সবকিছু গুছিয়ে রাখুন(কলম,রেজিষ্ট্রেশন কার্ড,এনআইডি, মাস্ক,পানি,টাকা)
১০)ফরমাল বিষয়গুলো সঠিকভাবে সম্পূর্ণ করুন।(নাম,রেজি নম্বর,স্বাক্ষর)
১১) পরীক্ষার নির্দেশনাগুলো পড়ুন এবং নিয়ম মেনে চলুন।
১২)সঠিক সময়ের আগেই হলের কাছে অবস্থান করুন।
১৩)পরীক্ষার আগের রাতে রাত জাগা থেকে বিরত থাকুন।
১৪)ক,খ,গ,ঘ এর অবস্থান সঠিকভাবে দেখে বৃত্ত ভরাট করুন।
১৫)পরীক্ষার হলে অশোভন আচারণ পরিহার করুন।
শুভকামনায় –
(মোঃআল-আমীন হোসেন মুন্না)
৩৫তম বিসিএস,গণিতে ১ম স্থান

Share this Article
Leave a comment