জুম্মান শেখের কবিতা মায়াদেবী

adminsr
1 Min Read
জুম্মান শেখের কবিতা মায়াদেবী।
জানো কি হে তুমি মোর মায়া দেবী,তুমিই মায়ার সাগর,
তোমার মায়ায় মুগ্ধ আমি তোমার  প্রেমানলে পড়ে মাখিয়েছি গতর।
তোমায় মায়াভরা হাসি আমায় পাগল করিয়া ছাড়ে,
আমি যে তোমার মায়ার শিকলে আটকা পড়া পাগলের মতো এ কথা বোঝাবো কারে।
কেনো জানি আমি চোখ বুজলেই তোমার হাসি মুখ খানা ভেসে ওঠে রোজ,
তুমি জানো কি হে মায়াদেবী তোমার মায়া ভরা হাসি মুখ খানা মোর নিত্যদিনের এলোপ্যাথির ডোজ।
আমি বারং-বার চিৎকার করিয়া বলি আকাশের পানে,
মায়াদেবী তুমি আমারই তোমাকেই, আমার চাই, নইলে মেরে ফেলো আমাকে প্রানে।
তোমার মায়ার সাগরে তলিয়ে যাচ্ছি তবুও তলিয়ে দিচ্ছো রোজ,
এতো কিছু হবার পরে এই অধমের দিকে তাকিয়েও দেখলেনা নিলে না তো খোঁজ।
জানো কি হে মায়াদেবী তুমিই মোর সেই জন,
তুমি ভালো না বাসলেও আমি ভালোবেসেছি উজার করে মন,
তুমিই সেই জন,তুমিই সেই জন
হে মায়াদেবী আমি তোমার মায়ার কারাগারে বন্দি আজও কতোশত কোটি বছর পেরোলো ভালোবেসে করছি কারাভোগ,
মায়াদেবী বিশ্বাস করে তুমিই মোর মস্তিষ্কের এক নির্মূলহীন রোগ।

কবি পরিচিতিঃ মোঃ জুম্মান শেখ।

জন্মঃ ১ই জানুয়ারি ২০০১

বাসস্থানঃজয়পুরহাট জেলার পাঁচবিবিতে।

Share this Article
4 Comments