২০ ই মে আসছে অপারক ব্যান্ড এর দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক ‘মৃত্যু বাহক’
সাদমান সাকিব
-
আপডেটের সময় :
মঙ্গলবার, ১৭ মে, ২০২২
-
২৭২
টাইম ভিউ
মানুষ পারে না এমন কিছু নেই। মানুষ যা চেষ্টা করে তা নিশ্চয় সফল হয়।ঠিক তেমনি একদল তরুণের প্রচেষ্টায় গড়ে উঠেছে অপারক ব্যান্ড। চমৎকার সব গান উপহার দিয়ে যাচ্ছে সূদুর চট্টগ্রামের সন্দীপে ব্যান্ড দলটি। ২০২১ সালের ১৬ ই ডিসেম্বর ছয় বন্ধুর হাত ধরে গড়ে ওঠে অপারক ব্যান্ড। ইতিমধ্যে “চা” নামক শিরোনামে অ্যালবাম বের করেছে তাঁরা।
চা অ্যালবাম এর গানগুলোঃ
১: বন্ধি জানালা
২: বহিব্রীতা
৩: ক্লান্ত
৪: কালো শহর।
এ বাদেও ‘মহাকলের অনুভূতি’ নামক প্রথম সিঙ্গেল ট্র্যাক বের করেছে অপারক ব্যান্ড।চাঞ্চল্যকর ব্যাপার এটিই যে, এই ২০ ই মে আসছে তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক ‘মৃত্যু বাহক’।জীবন আসলে কি? জীবনের মানে কি? এর শুরু এবং শেষ কোথায়? মূলত এটিই এ গানের সারমর্ম।গানটির সুর দিয়েছেন ব্যান্ডটির ভোকাল নেওয়াজ।
অপারক ব্যান্ডের লাইনআপঃ
১.নেওয়াজ ( ভোকাল)
২.তাওসিফ সাদমান ( ড্রামার)
৩.জুবায়ের( লিড গিটারিস্ট)
৪.তন্ময় (বেস গিটারিস্ট)
৫.তানিম( একস্টিক প্লেয়ার)
৬.সাব্বির হোসেন (কীবোর্ড প্লেয়ার)।
ব্যান্ডটি বিডিকালচার২৪.কম এর মাধ্যমে শ্রোতাদের জানান যে, “তাঁরা সামনে আরো গান উপহার দিয়ে যাবে। শ্রোতাদের সহায়তা কামনা করছে তাঁরা। শ্রোতারাই তাদের সাহস জোগান দিচ্ছে। সকল শ্রোতাদের তাঁরা তাদের ভালোবাসা নিবেদন করেছে”।’মৃত্যু বাহক’ গানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘বিডিকালচার২৪.কম’,
স্পন্সর এ আছে ‘Heavy Metal T-shirt’ এবং প্রোমোশনাল পার্টনার হিসেবে আছে ‘Heavy Metal ‘, ‘BBMA’, ‘BBMD’ ইতিমধ্যে ‘মৃত্যু বাহক’ গানটির ট্রেইলার রিলিজ পেয়েছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর