কবি সাদমান সাকিব এর কবিতার নাম ‘কন্যা’
কন্যা আমার ভারী লাজুক
মিষ্টি তাঁহার ভাষা
হাসলে জেনো মনে হয় এক বুক ভালোবাসা।
আজ রাতে তাঁর সংসার শুরু
চোখ তাঁহার তবুও ভেজা
আমাদের যে ছেড়ে যাবে, সইবে কিভাবে ব্যাথা?
তুমি বাবা বড় মানুষ, ভালো ঘরের ছেলে
আমার মেয়েকে ভালো রেখো, যত্ন নিয়ো হাসি-মুখে।
বাবা হওয়ার স্বপ্ন নিশ্চয় দেখবে তুমি একদিন
এই কথাটার মান রেখো,
দাবি থাকলো প্রতিদিন।
কন্যা আমার রাত জাগে না
ঘুমাই স্বপ্ন দেখে,
স্বপ্ন ভাঙলে কাঁদে খুব, চোখ শুকনো রেখে।
কন্যা আমার অল্পভাষী
চাপা ভীষণ মনে,
রাগ করে বলো না কিছু, মান রেখো আমার হয়ে।
কন্যা আমার রাজি কথায়,
ভুল কি করলাম আমি?
বাবা তুমি খুশী রেখো, দূর করে আমার গ্লানি!
কবি পরিচিতিঃ মো. সাদমান সাকিব সিয়াম । জন্মঃ ৯ই আগস্ট ২০০৪ (বাংলায়-২৬ শে শ্রাবণ ১৪১১) । বাসস্থানঃ জয়পুরহাট। পৈতৃকনিবাসঃ কুড়িগ্রাম ।
তিনি মূলত কবিতা, গান, ছোটগল্প, রম্য কবিতা ইত্যাদি লিখে থাকেন।