কি এবং কী এর পার্থক্য মধ্যে ?

adminsr
1 Min Read

আসলে বাংলা ভাষায় কিছু শব্দের ব্যবহার অনেক জটিল।তবে জানতে পারলেই সব সহজ মনে হবে।যেগুলো সবাই জানে না।কারণ স্কুলে এসব বিষয়ে কেউ গুরুত্ব দেয় না।

যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমার স্কুলের বাংলা শিক্ষক আমাকে এর পার্থক্য বুঝিয়েছিল এবং এর ব্যবহার-বিধি শিখিয়েছিল।

আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কী/কি বলি।কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায়।

আমরা যখন কোনো প্রশ্ন করি।আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়।তখন সেক্ষেত্রে বাক্যের শেষে “কি” শব্দটি বসে।

উদাহরণ-

১।তুমি কি লিখতে পারো?

উ: হ্যাঁ।

২।তুমি কি সাঁতার কাটতে পারো?

উ: হ্যাঁ

অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি।যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না।সেক্ষেত্রে বাক্যের শেষে “কী” শব্দটি ব্যবহার করা হয়।

উদাহরণ-

১।তুমি কী খাচ্ছ?

উ: মাছ-মাংস।

২.তুমি কী পড়?

উ: বাংলা বই।

এবারে আশা করি বুঝতে পেরেছেন।

লেখক – প্রান্তিক সরকার।

ক্রোরা থেকে সংগ্রহীত ।

Share this Article
Leave a comment