বাংলাদেশের ভালো কাজ গুলোকে সম্মানিত করার জন্য ‘ইয়াং বাংলা’ ২০১৪ সালে গঠিত হয়। সংগঠনটি ‘জয়বাংলা এওয়ার্ড’ এর মাধ্যমে দেশের প্রতিটি ভালো কাজকে পুরস্কৃত করে আসছে। ‘ইয়াং বাংলা’ সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সব ভালো কাজের মূল্যায়ণ করে থাকে। সহযোগী হিসেবে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে পাশে পায় তাঁরা।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের তাদের অবদান এককথায় বলে শেষ করা যাবে না। ২০১৫ সাল থেকে সংগঠনটি ৭ই মার্চ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুুর ভাষনকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করে ‘জয়বাংলা কনসার্ট’। বাঙালির যা গর্ব করার আছে তার মধ্যে অন্যতম ‘ব্যান্ড সংস্কৃতি’। ক্রিকেট খেলা যেভাবে বাংলাদেশকে রিপেজেন্ট করে ব্যান্ড সংস্কৃতিও তেমন ভাবে বাংলাকে রিপেজেন্ট করে বিশ্বের কাছে। আর এই ব্যান্ড সংস্কৃতিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে ‘জয়বাংলা কনসার্ট’। ঢাকার আর্মি স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই কনসার্টটি আয়োজন করে ইয়াং বাংলা। দেশ বিদেশের ব্যান্ড সংগীত প্রেমীরা এই কনসার্ট উপভোগ করে থাকেন। বলা হয়ে থাকে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় কনসার্ট হলো জয়বাংলা কনসার্ট। এ বছর অর্থাৎ ২০২১ সালে করোনা মহামারীর জন্য কনসার্ট আয়োজন করা থেকে বিরত থাকছে ‘ইয়াং বাংলা’। তবে ২০২২ সালে জাঁকজমকপূর্ণ কনসার্ট আয়োজন করার কথা বলেছে ‘ইয়াং বাংলা’।
তবে তাঁরা ‘ইয়াং বাংলার’ ভেরিফাইড ফেসবুক পেজে গতবছর গুলোর কনসার্টের ভিডিও প্রকাশ করছে।
২০২০ সালে জয়বাংলা কনসার্টে ভিন্ন মাত্রা এনে দিয়েছিলো ‘রোড টু জয়বাংলা কনসার্ট’। সিলেট ও খুলনা শহরে আয়োজন করা হয়েছিলো কনসার্টটি।বড় ট্রাকে মঞ্চ করা হয়েছিলো।
বিগত বছরগুলোতে জয় বাংলা কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলোর নাম –