স্বপ্নকে ছুঁতে চাইলে কিছু মানুষকে এড়িয়ে চলুন

adminsr
2 Min Read
আপনি যখন কোনো ভালো কিছু করতে চাইবেন বা ভালো কাজ করবেন, তখন আপনি সবাইকে পাশে পাবেন না। ভালো কাজ করতে গেলে সবাই আপনাকে উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে; এমনটিও ভাববেন না। কোনো ব্যক্তি যখন তার স্বপ্ন পূরণে অগ্রসর হয়; তখন ব্যক্তি নিজেকে বেশি কাজ করতে হয়। এই সময় কেউ কাজে সাহায্য করবে আবার কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কেউ উৎসাহ দিবে, কেউ নিরাশ করবে।
তবে সাহায্যকারী চেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং উৎসাহ প্রদানকারীর চেয়ে নিরাশকারীর সংখ্যাই বেশি হতে পারে। তাই বলে আপনি হতাশ হবেন না; কিংবা আপনার স্বপ্ন থেকে বিচ্যুত হবেন না। বরং স্বপ্ন পূরণের জন্য নিজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিছু মানুষকে এড়িয়ে চলাই ভালো। এতে করে স্বপ্ন পূরণ করার সম্ভাবনা বেড়ে যায় এবং স্বপ্ন পূরণ করটা সহজ হয়ে যায়।
১। যেসব বন্ধু বা সহপাঠী পড়ার সময় বলে, “আরে, এতো পড়ে কী হবে? চল, ঘুরে আসি। পড়ার অনেক সময় পাবি।”
২। যে মানুষ আপনাকে খারাপ পরামর্শ দেয়া বা খারাপ কাজে উদ্বুদ্ধ করে। অর্থাৎ অসৎ চিন্তাশীল।
৩। যেসব মানুষ আপনাকে বলে, “তোমাকে দিয়ে এই কাজ হবে না। এটা অনেক কঠিন কাজ। তুমি এটা পারবে না!”
৪। যারা সামনে আপনার প্রশংসা করে কিন্তু পিছনে আপনার দুর্নাম রটায়। অথবা, ভালো সময়ে পাশে থাকে, খারাপ সময়ে খোঁজ-খবর রাখে না। আসলে তারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়; বরং আপনার অনিষ্টকারী।
৫। যারা আপনাকে মূল্যায়ন করে না। আপনার কাজের মূল্যায়ন করে না। আপনাকে অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে।
৬। যারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে, হাসি-তামাশা করে। আপনাকে হতাশার বাণী শোনায়; অর্থাৎ নেতিবাচক চিন্তাশীল।
৭। যারা আপনার ভালো চায় কিন্তু আপনার পরিবারের অন্য কারোর ক্ষতি চায়। কিংবা আপনার প্রশংসা করে কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যের দুর্নাম করে, কুৎসা রটায়। অথবা, আপনার কাছে অন্য মানুষের দোষত্রুটি বর্ণনা করে।
এসব মানুষকে এড়িয়ে চলুন।
* Writer & Motivational Speaker
ঘরে বসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি নিতে চাইলে এই লিংক আপনার জন্য – https://10ms.io/6wGoId
Share this Article
Leave a comment