যশোর জেলার পরিচিত সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে “মাতা ফাউন্ডেশন” অন্যতম একটি নাম। যে নাম কখনো শুনলেই বা দেখলেই এক মূহুর্তে মনে পড়ে যাবে অসহায় মানুষের দুঃখ, কষ্ট লাঘবের কথা। দীর্ঘ দিন ধরে এমন বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনপ্রিয় যশোর জেলায় কাজ করে আসছে আরিফ জিহাদ’র মাতা ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন।
প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বছর ও “মাতা ফাউন্ডেশন” আয়োজন করেছে মাসব্যাপী অসহায় দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রীর আয়োজন। এই কার্যক্রম চলবে প্রথম রোজা থেকে সর্বশেষ রোজা পর্যন্ত। যেখান থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করেন স্থানীয় বিভিন্ন পেশায় নিয়োজিত দরিদ্র মানুষগণ।
প্রতিদিনকার এই আয়োজনে উপস্থিত থাকেন মাতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ জিহাদ ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী গণ। মাতা ফাউন্ডেশন এর এই আয়োজনে স্থানীয় সুশীল সমাজের মানুষজন প্রশংসা করেছেন। তাছাড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে যারা এই ইফতার সামগ্রিক সুবিধা গ্রহণ করছেন তারাও বেশ খুশি।