বঙ্গবন্ধুর মধুর স্মৃতিচারণা করলেন রংপুরের জেনিফার আলী

adminsr
1 Min Read
জেনিফার আলী ছিলেন তৎকালীন রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রংপুরে যান তখন জেনিফার আলী স্কুল থেকে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যান।
সেই স্বল্প সময়ের মধুর স্মৃতিচারণ করেন তিনি।
তিনি জানান যে, তখন ১৯৭২ সালের মে মাস। বঙ্গবন্ধু প্রথম সফরে আসলেন রংপুরে।আমরা তখন কয়েকটা বান্ধবী মিলে গেলাম  সেখানে।
গিয়ে দেখি উনি এক পাইপ হাতে হেলান দিয়ে শুয়ে আছেন।আমরা দরজার কাছে দাঁড়িয়ে আছি কয়েকজন একসাথে উনাকে ডাক দিবো বলে।
তখন উনি বলতেছেন,তোমরা কি চাও?
তো আমি বললাম,আমরা বঙ্গবন্ধুকে দেখতে আসছি।
তখন উনি বললেন, এই দেখোতো বঙ্গবন্ধু কোথায়?
তখন শুনে আমি বললাম যে আপনিই তো বঙ্গবন্ধু।উনি কাছে ডাকলেন আমাদেরকে।তখন আমরা বললাম যে,আমরা আপনার অটোগ্রাফ নিবো। তারপর উনি আমার ডান হাতটা টেনে নিলেন।আমার হাতটা টেনে নিয়ে,উনার স্বাক্ষর আমার হাতে লিখে দিলেন।
তারপর আমরা বাহিরে বের হয়ে এলাম।‌বের হয়ে সার্কিট হাউজের একটি কক্ষে  গিয়ে আমি দাঁড়ালাম।‌সেখান থেকে অনেক কষ্টে আমি উপরে উঠলাম। বঙ্গবন্ধু ভিতরে আর আমরা বাহিরে।তখন আমি জোরে স্লোগান দিচ্ছিলাম। বঙ্গবন্ধু শুনতে পেয়ে আসলেন।আর আমার মাথায় হাত বুলালেন,আদর করলেন।শেষে বললেন,তোমরা এখন বাসায় যাও।ঠিক মতো পড়াশোনা করবে।
এই বলে তিনি তার স্মৃতিচারণা শেষ করেন।যা থেকে আমাদের জাতির পিতার শিশুদের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ ঘটে।
Share this Article
Leave a comment