শুনেছি ভালোবাসা একতরফা’ই হয়,
এর জন্য দায়ী কি অনিদ্রিতা’রাই নয়।
অনিদ্রিতারা মুক্তি দেয় না।
শীতের কুয়াশার মতো, ভীষণ মায়াবী এবং নির্দয়। অনিদ্রিতারা মুক্তি দেয় না,
অনিদ্রিতারা মুক্তি দেয় না।
অসম্ভব সুন্দর কথা গুলো নেওয়া হয়েছে বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যান্ড গল্পের ‘অনিদ্রিতা’ গান থেকে।
গল্প নামের সাথে ব্যান্ডের একটা মিল হলো তারা প্রত্যেকটা গানে একটা গল্প কে তুলে ধরেন। কখনো বা নির্ঘুম রাতের গল্প,
কখনো বা জীবনের পুরোনো দিনের প্রেম বিচ্ছেদের গল্প কিংবা রাস্তার পাশের পথশিশুদের জীবন নিয়ে গল্প।
সময় তখন ১৩ ফেব্রুয়ারী ২০১৬। আর তখন থেকেই শুরু ‘গল্প’র ব্যান্ড লাইন আপ।
যদিও ২০১৫ সালের শেষের দিকে ব্যান্ডটির ড্রামার শোভন আশরাফ আলাদা কিছু করার ভাবনা থেকে নতুন একটা ব্যান্ড ফর্ম করার চিন্তা করেন। তারপর বাকি মেম্বার হিসেবে জয়েন করেন নুহাদ, বিরল এবং ঈসান।
২০২২ সালের শুরুতে গল্প থেকে বিদায় নেন সাইদুর রহমান নুহাদ। খুব দ্রুত নতুন কোনো মুখ দেখা যাবে তাঁর পরিবর্তে ।
আজ গল্প ছয় পেরিয়ে সাত বছরে পদার্পণ করলো।
এই কয়েক বছরের পথচলায় গল্প রিলিজ দিয়েছে ৪ টি মাস্টারপিস গান।
১. অনিদ্রিতা
২.পুরানো কাহিনী
৩.পথশিশু
৪.উপসংহার
গানের সাথে কবিতার সমন্বয়ে, প্রত্যেকটা গানকে তারা আলাদা রুপ দিয়েছেন। বাংলাদেশে থিয়েট্রিকাল জনরা প্রাকটিস করে যেসব ব্যান্ডগুলো তার মধ্যে গল্পও অন্যতম।
তবে ব্যান্ডের সদস্যরা বলেন, “আমরা আসলে রকের ভেতর বিভিন্ন জনরার মিশ্রণেই কাজ করছি। সব গানেই যে কবিতা থাকবে এমনটি নয়। আমাদের মনে হয়েছে যে গানে আবৃত্তি থাকা উচিত সে গানেই রেখেছি।সব গানেই যে জোর করে আবৃত্তি রাখব এমনটা ও নয়।
মোট কথা তারা তাদের ভালো লাগাকেই প্রাধান্য দিয়েছেন প্রতিটা গানে।”
আর তারা ভালো ভাবেই কাজটি করছেন।যেকারণে শ্রোতাদের মনে তাদের প্রত্যেকটা গান আলাদা মায়া কাজ করে । গানের সাথে যখন কবিতা নিয়ে আসা যায় তখন গানের সৌন্দর্য দ্বিগুন হয়ে যায় সেটা প্রমান করেছে গল্প।
এই পর্যন্ত ‘গল্প’ ৪টি গান রিলিজ দিয়েছে এবং পথচলায় সামনে আরো রিলিজ হবে, আমাদের জীবনের প্রতিটা মূহুর্তের কথায় তুলে ধরা হয়েছে এমনটাই বলেছেন ব্যান্ডের সদস্যরা।
গল্প ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গল্প ব্যান্ডের প্রতিটি নতুন গান গুলো প্রকাশ করা হয়।
তাদের গান শুনতে ডেস্ক্রিপশন বক্সের লিংকে গিয়ে ক্লিক করতে পারেন এখনই।
গল্প ব্যান্ডের ভক্ত শ্রোতা সারাদেশেই আছে।
তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ব্যান্ডের ভক্ত শ্রোতা অনেক বেশি।
বিশ্ববিদ্যালয়ের কনসার্টে গল্পের ‘পুরনো কাহিনি ও অনিদ্রিতা গান শ্রোতারা গলা মিলিয়ে গেয়ে থাকেন। গল্প ব্যান্ড তাদের গান গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সহ দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মঞ্চে পারফর্ম করছেন । এছাড়াও নিয়মিত রেডিও এবং টিভি শো করছে ব্যান্ডটি।
উদীয়মান ব্যান্ডটি আত্মবিশ্বাসের সাথে ভক্ত শ্রোতাদের মন জয় করে নিয়েছেন অল্প সময়ে।
তাদের পথচলা আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা।
|
|
অর্ধ যুগ অতিক্রম করলো এসময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যান্ড গল্প

Leave a comment
Leave a comment