সাদা গোলাপ

adminsr
1 Min Read

না হয় একটা মিথ্যে বলেছিতাতে এমন কি হয়েছে,নিস্পাপ কিছু স্বপ্ন ভেঙ্গেছেযেটা সত্যি বললেও ভেঙ্গে যেত। 
না হয় একটা গোলাপ এনেছিতাতে এমন কি হয়েছে,ছয়টি ঋতুর আকাশআর চেনা আছে যত পথ,সবকিছু তুমিময় হয়েছে। 
আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই,আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই।। 
না হয় একটু মুচকি হেসেছোতাতে এমন কি হয়েছে,শরীরের যত কোষআর রক্তের যত কণা,সবকিছুতেই মিশে গিয়েছে। 
না হয় তুমি চলেই গিয়েছোতাতে এমন কি হয়েছে,সময় যা পরাধীন ছিলোতোমার দেয়ালে বন্দী,সময়টা আজ থেমেই গিয়েছে। 
আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই,আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই।।
আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই,আজ কোথায় তুমি নেইআজ কোথায় তুমি নেই।। 
সাদা গোলাপ লিরিক্স – হাইওয়ে ব্যান্ড :

Share this Article
Leave a comment